আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান
দৃষ্টি আকর্ষণ -
আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বিশ্বের মধ্যে রাজনৈতিক মামলা যার সর্বোচ্চ আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় সেই নির্যাতিত হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের নাম কোথায়? দলের দুঃসময়ে জনাব হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের চাইতে দলের জন্য রাজপথের নিবেদিত প্রাণ কেউ ছিলেন বিএনপিতে?
যদি ত্যাগীরা এভাবে অবমূল্যায়ন হয় তাহলে ভবিষ্যতে রাজনীতি থেকে আস্তে আস্তে সব ভালো মানুষগুলো ইস্তাফা দিয়ে চলে যাবে। আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যদি ত্যাগীদের মূল্যায়ন করতে না পারেন তাহলে তাদের গলা টিপে হত্যা করুন। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, হয়তো নেতার অভাব হবেনা কিন্তু দলের দুঃসময়ে রাজপথের সৈনিক জনাব হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের মতো সৎ, সাহসী, ত্যাগী নেতাদের যখন বিএনপি ঘোষিত নির্বাচনের প্রার্থী তালিকায় নাম না থাকে তাহলে দলের প্রতি সাধারণ নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা আস্থা হারিয়ে ফেলে। যে দল হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের মতো একজন নির্যাতিত, সৎ,ত্যাগী নেতার ত্যাগের মূল্য দিতে জানে না সেই দল কিভাবে নির্যাতিত সাধারণ জনগণের পাশে থাকবে?
আশাকরি দল অতিদ্রুত জনাব হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের নির্বাচনী আসন ঘোষণা করবে এবং তার ত্যাগ ও সততার মূল্য অবশ্যই দিবে।

